Headmaster's Message



বিসমিল্লাহহির রাহমানির রাহিম। চট্টগ্রাম জেলার অন্তর্গত মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মলিয়াইশ বহুমূখী উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রসারে ১৯৫৩ সাল থেকে বিশেষ অবদান রেখে আসছে । এর নৈসর্গিক সৌন্দর্য, চায়া সুনিবিড় মনোরম পরিবেশ, সুসজ্জিত বিজ্ঞানাগার, উন্নত গ্রন্থাগার, সুসজ্জিত মুজিব কর্ণার, শেখ রাসেল ডিজিটাল ল্যাব (প্রস্তাবিত), সুবিশাল খেলার মাঠসহ নানাবিধ সুযোগ-সুবিধা ও লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ বিকাশের সহায়ক। আমি আরও অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর-বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণে আমাদের এ অন্যতম বিদ্যাপীঠ বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হাত ধরে ইন্টারনেট জগতে প্রবেশ করেছে। এই ওয়েব সাইটের মাধ্যমে তথ্যের অবাধ বিনিময় অধিকতর সহজ ও সুলভ করে এই বিদ্যাপীঠ ও এর কার্যক্রমের তথ্যাবলী শিক্ষক- শিক্ষার্থী- অভিভাবক, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও অন্যান্য সরকারী / বেসরকারি অফিস সহ সকলের নাগালে দ্রুত পৌঁছে দেয়াই আমাদের অন্যতম মূল লক্ষ ও উদ্দেশ্য। এর মাধ্যমে স্বচ্ছতা, গতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা তথা সুন্দর একটি সমাজ- রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের মহান ব্রত। ওয়েব সাইটটি বর্তমান সরকারের “ডিজিটাল বাংলাদেশ” গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে এবং তৃণমূল পর্যায়ে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে সেবার মান বৃদ্ধি ও উন্নত করবে- এলক্ষে ওয়েব সাইটটি যথাযথ ব্যবহারের মাধ্যমে সকলের সর্বাত্নক সহযোগিতা কামনা করছি।